বেহাল রাস্তার প্রতিবাদে কুলটিতে পথ অবরোধ করে বিক্ষোভ
জনতার ক্ষতি পূরণ করাই আসল লক্ষ্য হওয়া উচিৎ ! মেহুল চোকসির গ্রেপ্তারি প্রসঙ্গে কি বললেন রবার্ট বঢরা
ডেবরায় অসুস্থ হনুমানকে উদ্ধার করে চিকিৎসা করালো এলাকাবাসী, পাঠানো হল হিজলীতে
তারা তো বাংলার মধ্যেই রয়েছেন ! মুর্শিদাবাদের ঘরছাড়াদের নিয়ে একি মন্তব্য করলেন ফিরহাদ ?
এবার দিল্লি যাচ্ছেন চাকরিহারারা, যন্তরমন্তরে যাচ্ছেন দাবি পূরণের উদ্দেশ্যে
কংগ্রেস দেশকে সংবিধান উপহার দিয়েছে ! বড় মন্তব্য করলেন কর্ণাটকের উপ মুখ্যমন্ত্রী শিবকুমার
পার্কস্ট্রিটে ব্রেক ফেল করল বাস, আর তারপরই ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা
ওয়াকফ আইন গণতন্ত্রের পরিপন্থী ! ওয়াকফ আইন নিয়ে বড় মন্তব্য করলেন ফারুক আব্দুল্লাহ
পয়লা বৈশাখে ২ হাজার সামগ্রী তৈরির অর্ডার পেলো পিংলার পটচিত্র শিল্পী বাহাদূর চিত্রকর

রিয়ালের ম্যাচ ঘিরে বিতর্ক ! স্টেডিয়ামে হেনস্থার শিকার ফুটবলারদের স্ত্রী!

২০৩৪ সালের বিশ্বকাপ ফুটবল আয়োজন করার দায়িত্ব পেয়েছে সৌদি আরব ৷ অথচ সেই মরুদেশেই কিনা ফুটবল স্টেডিয়ামে অপ্রীতিকর ঘটনা! শুক্রবার দিন সৌদি আরবের রাজধানী রিয়াধের কিং আবদুল্লা স্পোর্টস সিটি স্টেডিয়ামে ছিল স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনাল।

author-image
Jaita Chowdhury
New Update
Harassment

নিজস্ব সংবাদদাতা:  ২০৩৪ সালের বিশ্বকাপ ফুটবল আয়োজন করার দায়িত্ব পেয়েছে সৌদি আরব ৷ অথচ সেই মরুদেশেই কিনা ফুটবল স্টেডিয়ামে অপ্রীতিকর ঘটনা! শুক্রবার দিন সৌদি আরবের রাজধানী রিয়াধের কিং আবদুল্লা স্পোর্টস সিটি স্টেডিয়ামে ছিল স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনাল। এদিন রিয়াল মাদ্রিদের মুখোমুখি লড়ছিল মায়োর্কা ৷ আর সেই ম্যাচেই মায়োর্কা 0-3 গোলে হেরে যায়। কিন্তু সেই ম্যাচের ফলাফল ছাপিয়ে গেল আরো এক বড় ঘটনা। আর সেই ঘটনা মাঠের বাইরের। স্টেডিয়ামে শারীরিক হেনস্তার শিকার মায়োর্কার দুই ফুটবলারের স্ত্রী৷

ঘটনাটি খোলসা করেছেন স্প্যানিশ সংবাদমাধ্যম ইস্পোর্টস আইবি 3'কে মায়োর্কা ফুটবলার দানি রদ্রিগেজের স্ত্রী ক্রিশ্চিনা পালাভ্রা। তিনি জানান, যে হেনস্তার শিকার হতে হয়েছে মায়োর্কা গোল রক্ষক ডমিনিক গ্রিফের সঙ্গিনী নাতালিয়া কালুজোভাকেও। জানা যায়, ওই ম্যাচের পর স্টেডিয়াম ছেড়ে বেরনোর সময় একদল স্থানীয় তাঁদের ঘিরে ধরে। শুধু তাই নয়, সন্তানদের নিয়ে স্টেডিয়াম থেকে বেরনোর সময় জোর করে তাঁদের ক্লোজ-আপ ছবি নেওয়ারও চেষ্টা করা হয় বলে অভিযোগ। 

পালাভ্রার জানান, "স্টেডিয়াম থেকে বেরনোর পথে এই জটিলতা তৈরি হয় ৷ সন্তানদের নিয়ে মাঠ ছাড়ার সময় তাঁদের জন্য কোনও নিরাপত্তার বন্দোবস্ত ছিল না। তখন স্থানীয় কিছু লোক তাঁদের ক্লোজ-আপ ছবি তোলার অছিলায় তাঁকে হেনস্তা করা শুরু করে। ঠিক একই ঘটনা ঘটে নাতালিয়ার সঙ্গেও। তিনি জানান, পালাভ্রার সঙ্গে তাঁর মেয়ে ঘুমন্ত অবস্থায় ছিল। এই ঘটনায় তাঁরা ভীষণই অস্বস্তি বোধ করেছেন৷