রিয়ালের ম্যাচ ঘিরে বিতর্ক ! স্টেডিয়ামে হেনস্থার শিকার ফুটবলারদের স্ত্রী!

২০৩৪ সালের বিশ্বকাপ ফুটবল আয়োজন করার দায়িত্ব পেয়েছে সৌদি আরব ৷ অথচ সেই মরুদেশেই কিনা ফুটবল স্টেডিয়ামে অপ্রীতিকর ঘটনা! শুক্রবার দিন সৌদি আরবের রাজধানী রিয়াধের কিং আবদুল্লা স্পোর্টস সিটি স্টেডিয়ামে ছিল স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনাল।

author-image
Jaita Chowdhury
New Update
Harassment

নিজস্ব সংবাদদাতা:  ২০৩৪ সালের বিশ্বকাপ ফুটবল আয়োজন করার দায়িত্ব পেয়েছে সৌদি আরব ৷ অথচ সেই মরুদেশেই কিনা ফুটবল স্টেডিয়ামে অপ্রীতিকর ঘটনা! শুক্রবার দিন সৌদি আরবের রাজধানী রিয়াধের কিং আবদুল্লা স্পোর্টস সিটি স্টেডিয়ামে ছিল স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনাল। এদিন রিয়াল মাদ্রিদের মুখোমুখি লড়ছিল মায়োর্কা ৷ আর সেই ম্যাচেই মায়োর্কা 0-3 গোলে হেরে যায়। কিন্তু সেই ম্যাচের ফলাফল ছাপিয়ে গেল আরো এক বড় ঘটনা। আর সেই ঘটনা মাঠের বাইরের। স্টেডিয়ামে শারীরিক হেনস্তার শিকার মায়োর্কার দুই ফুটবলারের স্ত্রী৷

ঘটনাটি খোলসা করেছেন স্প্যানিশ সংবাদমাধ্যম ইস্পোর্টস আইবি 3'কে মায়োর্কা ফুটবলার দানি রদ্রিগেজের স্ত্রী ক্রিশ্চিনা পালাভ্রা। তিনি জানান, যে হেনস্তার শিকার হতে হয়েছে মায়োর্কা গোল রক্ষক ডমিনিক গ্রিফের সঙ্গিনী নাতালিয়া কালুজোভাকেও। জানা যায়, ওই ম্যাচের পর স্টেডিয়াম ছেড়ে বেরনোর সময় একদল স্থানীয় তাঁদের ঘিরে ধরে। শুধু তাই নয়, সন্তানদের নিয়ে স্টেডিয়াম থেকে বেরনোর সময় জোর করে তাঁদের ক্লোজ-আপ ছবি নেওয়ারও চেষ্টা করা হয় বলে অভিযোগ। 

পালাভ্রার জানান, "স্টেডিয়াম থেকে বেরনোর পথে এই জটিলতা তৈরি হয় ৷ সন্তানদের নিয়ে মাঠ ছাড়ার সময় তাঁদের জন্য কোনও নিরাপত্তার বন্দোবস্ত ছিল না। তখন স্থানীয় কিছু লোক তাঁদের ক্লোজ-আপ ছবি তোলার অছিলায় তাঁকে হেনস্তা করা শুরু করে। ঠিক একই ঘটনা ঘটে নাতালিয়ার সঙ্গেও। তিনি জানান, পালাভ্রার সঙ্গে তাঁর মেয়ে ঘুমন্ত অবস্থায় ছিল। এই ঘটনায় তাঁরা ভীষণই অস্বস্তি বোধ করেছেন৷