প্রশংসায় পঞ্চমুখ! মোদীর পডকাস্টের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ডোনাল্ড ট্রাম্প

মোদীর সাক্ষাৎকারের পডকাস্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ডোনাল্ড ট্রাম্প।

author-image
Tamalika Chakraborty
New Update
Trump and modi

 
নিজস্ব সংবাদদাতা: মার্কিন পডকাস্টার লেক্স ফ্রিডম্যানের তিন ঘণ্টার দীর্ঘ সাক্ষাৎকারে নানা বিষয়ে খোলামেলা আলোচনা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আলোচনায় উঠে এল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গও। মোদীর সঙ্গে নিজের সুসম্পর্কের কথা তুলে ধরার এই সাক্ষাৎকার এবার নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ট্রাম্প।

পডকাস্টে ফ্রিডম্যানের এক প্রশ্নের জবাবে মোদী জানান, ট্রাম্পের সঙ্গে তাঁর সুসম্পর্কের মূল কারণ তাঁদের দৃষ্টিভঙ্গির মিল। তিনি বলেন, “ট্রাম্প ‘আমেরিকা প্রথম’ নীতিতে বিশ্বাস করেন, যেমন আমি ‘ভারত প্রথম’ নীতিতে বিশ্বাস করি।” এই মতাদর্শগত সাদৃশ্যই তাঁদের বন্ধুত্বকে আরও দৃঢ় করেছে।

সাক্ষাৎকারে ২০২৪ সালের মার্কিন নির্বাচনের প্রচারের সময় ট্রাম্পের ওপর হামলার প্রসঙ্গও উঠে আসে। ওই ঘটনায় ট্রাম্পের কানের পাতা ছিঁড়ে রক্ত বেরোলেও, তিনি অবিচল ছিলেন। সেই দৃশ্য দেখে মুগ্ধ হয়েছিলেন বলেও জানান মোদী।

Trump

এছাড়া, ২০১৯ সালে হাউস্টনে আয়োজিত ঐতিহাসিক ‘হাউডি মোদী’ অনুষ্ঠানের কথা স্মরণ করেন তিনি, যেখানে ট্রাম্পও উপস্থিত ছিলেন। দুই নেতার এই পারস্পরিক সম্পর্ক ও রাজনৈতিক বোঝাপড়ার বিষয়ে দীর্ঘ আলোচনা শোনার সুযোগ পেয়েছেন ফ্রিডম্যানের পডকাস্টের শ্রোতারা।

ট্রাম্পের তরফ থেকে এই সাক্ষাৎকার শেয়ার করার ঘটনা আবারও তাঁদের বন্ধুত্বের প্রতিফলন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।