নিজস্ব সংবাদদাতা : দুজন লেবার এমপিকে ইসরায়েলে ঢুকতে না দেওয়ার ঘটনাকে ঘিরে তীব্র রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে যুক্তরাজ্যে। এই বিষয়ে কনজারভেটিভ নেতা কেমি বাডেনক বলেন, "প্রতিটি দেশেরই নিজের সীমান্ত নিয়ন্ত্রণের অধিকার আছে।" কেমির এই মন্তব্যকে 'লজ্জাজনক' বলে আখ্যা দিয়েছেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি।
/anm-bengali/media/media_files/2025/01/26/2025-01-26t075407z-193306372-rc2jhcatdqie-rtrmadp-3-israel-palestinians-lebanon-deal.webp)
ল্যামি বলেন, "দুই এমপি শুধু সত্য কথা বলেছিলেন। তারা সংসদে ফিলিস্তিনের মানবাধিকার ও যুদ্ধবিরোধী অবস্থান তুলে ধরেছিলেন। এজন্য তাদের এভাবে ঠেকানো একদমই ঠিক হয়নি।" ইসরায়েল বলছে, 'ওই দুই এমপি তাদের দেশে ঘৃণা ছড়াতে যাচ্ছিলেন, তাই ঢুকতে দেওয়া হয়নি।' কিন্তু এমপিরা বলছেন, তাদের সফর ছিল মানবিক প্রকল্প ঘুরে দেখা এবং বাস্তব অবস্থা বোঝার জন্য।
ল্যামি আরোও বলেন, "কেমি বাডেনকের মন্তব্য খুবই লজ্জাজনক। তিনি কি একই কথা বলতেন, যদি কোনো কনজারভেটিভ এমপিকে চীন বা অন্য কোনো দেশ ঢুকতে না দিত?" এরপর ল্যামি বলেন, "ব্রিটিশ সংসদের সদস্যরা যেন স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারেন, এটা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।" এই ঘটনা ব্রিটেনে ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে রাজনৈতিক মতপার্থক্য ও বিদেশনীতি নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে।