নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশের রাজধানী ঢাকা হঠাৎ করেই জনশূন্য হয়ে পড়ছে। শুক্রবার শহর ছেড়ে লক্ষ লক্ষ মানুষ গ্রামের পথে রওনা হয়েছেন। বিশাল এই জনস্রোত প্রশাসনের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এবছর ইদ উপলক্ষে বাংলাদেশে ৯ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এই দীর্ঘ ছুটির সুযোগে কর্মব্যস্ত ঢাকার বাসিন্দারা পরিবার-পরিজনের সঙ্গে ইদ উদযাপনের জন্য নিজ নিজ গ্রামে ফিরে যাচ্ছেন। যাত্রীদের চাপে রেলস্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটগুলোতে উপচে পড়া ভিড় দেখা গেছে। এমনকি, ট্রেনের ছাদেও যাত্রীদের যাতায়াত করতে দেখা গেছে।
/anm-bengali/media/media_files/XgKR1rgGLH0HRFyWxhIh.jpg)
প্রশাসন আগে থেকেই ইদ উপলক্ষে মানুষের ঢাকা ছাড়ার বিষয়টি অনুমান করেছিল। তবে এত সংখ্যক মানুষ একসঙ্গে শহর ছাড়বেন, তা কল্পনাও করেননি সরকারি কর্মকর্তারা। ২০২৪ সালে শুধুমাত্র ঢাকাতেই ডেঙ্গির কারণে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। এ বছরও সংক্রমণের আশঙ্কা থাকায় অনেকে শহর ছেড়ে নিরাপদে গ্রামের দিকে যাচ্ছেন।
সরকারি হিসাব অনুযায়ী, ঢাকায় প্রায় ৪ কোটি মানুষের বসবাস। এর মধ্যে ১০ লক্ষের বেশি রোহিঙ্গা শরণার্থীও রয়েছেন। বর্তমানে শহর প্রায় ফাঁকা হয়ে গেলেও, ইদের ছুটি শেষে আবার ঢাকায় কর্মজীবীদের ফেরার ঢল নামবে বলে ধারণা করা হচ্ছে।