মহাকাশ গবেষণা করতে নাসার সঙ্গে চুক্তি বাংলাদেশের!

মহাকাশ গবেষণা করতে নাসার সঙ্গে চুক্তি করতে আগ্রহী বাংলাদেশের।

author-image
Tamalika Chakraborty
New Update
Nasa

নিজস্ব সংবাদদাতা: নির্বাচন সংক্রান্ত প্রশ্নে এখনও স্পষ্ট করে কোনও মন্তব্য বাংলাদেশের কেয়ারটেকার সরকার। একাধিক রাজনৈতিক নেতা ও বিশ্লেষকরা বলছেন, প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস এ বিষয়ে বারবার ঘুরপথে একইরকম বক্তব্যই রেখে চলেছেন। এই রাজনৈতিক অনিশ্চয়তার আবহেই এবার এক চমকপ্রদ ঘোষণা করল অন্তর্বর্তী প্রশাসন — তারা ‘নন-মিলিটারি স্পেস এক্সপ্লোরেশন’ বা অ-সামরিক মহাকাশ অনুসন্ধানে আগ্রহী, এবং সেই উদ্দেশ্যে নাসার সঙ্গে চুক্তি করার পরিকল্পনা রয়েছে।

এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA)-এর কার্যনির্বাহী পরিচালক চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। রবিবার (৬ এপ্রিল, ২০২৫) ঢাকায় এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “আমরা নাসার সঙ্গে চুক্তি করার কথা ভাবছি... নন-মিলিটারি স্পেস এক্সপ্লোরেশন নিয়ে। যেদিন চুক্তি হবে, আমরা আপনাদের সমস্ত তথ্য জানিয়ে দেব।”

হারুনের পাশে তখন উপস্থিত ছিলেন প্রেস সচিব শফিকুল আলম, ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গির।

এই সাংবাদিক সম্মেলনটি মূলত আয়োজন করা হয়েছিল বিনিয়োগ সম্মেলন ২০২৫-এর খুঁটিনাটি জানাতে। আগামী ৭ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত চলবে এই আন্তর্জাতিক ইভেন্ট। হারুন জানান, এই সম্মেলনে প্রায় ৫০টি দেশ অংশগ্রহণ করবে এবং প্রায় ৫৫০ জন প্রতিনিধি উপস্থিত থাকবেন। বাংলাদেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশিষ্ট বিনিয়োগকারীদের সম্মানিতও করা হবে।

nasaaa

এই সম্মেলনে বক্তব্য রাখবেন কেয়ারটেকার সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসও। তাঁর বক্তৃতার দিন ধার্য হয়েছে ৯ এপ্রিল।

সম্মেলনের প্রতিটি কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে ইউটিউব এবং ফেসবুকের মতো ভার্চুয়াল প্ল্যাটফর্মে। এছাড়াও সাংবাদিকদের জন্য থাকবে একটি নির্দিষ্ট ‘প্রেস কর্নার’, যেখানে তাঁরা দেশি-বিদেশি বিনিয়োগকারীদের ইন্টারভিউ নিতে পারবেন।

হারুন বলেন, “আমরা চাই মিডিয়া যেন সর্বোচ্চ সুযোগ পায় এই ইভেন্ট কাভার করতে। প্রেসের অ্যাক্সেসে কোনওরকম বাধা যেন না আসে, তা নিশ্চিত করব আমরা।”

একদিকে রাজনৈতিক দোলাচল, অন্যদিকে মহাকাশ অভিযানের স্বপ্ন— বাংলাদেশের কেয়ারটেকার সরকারের এই পদক্ষেপ ঘিরে দেশ-বিদেশে আগ্রহ তৈরি হয়েছে বইকি।