নিজস্ব সংবাদদাতা: ইসরায়েল বুধবার দামেস্কের একটি প্রতিরক্ষা গবেষণা কেন্দ্রের কাছে এবং মধ্য সিরিয়ায় হামলা চালিয়েছে। ইসরায়েল জানিয়েছে যে তারা "সামরিক" সক্ষমতায় হামলা চালিয়েছে এবং চারজনের মৃত্যুর খবর দিয়েছে। ইসলামপন্থী নেতৃত্বাধীন বাহিনী দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর থেকে সিরিয়ার বিভিন্ন স্থানে শত শত হামলা চালিয়েছে ইসরায়েল। তারা বলছে, নতুন কর্তৃপক্ষের হাতে অস্ত্র যাতে না পড়ে, সেজন্য তারা জিহাদি হিসেবে বিবেচনা করে।
/anm-bengali/media/media_files/2024/12/02/DfFFlHoFjqCxAsmCrhqQ.jpg)