কানাডায় গিয়ে নিখোঁজ ২০ হাজার ভারতীয় পড়ুয়া! রিপোর্টে বাড়ছে উদ্বেগ

কানাডায় গিয়ে নিখোঁজ ২০ হাজার ভারতীয় পড়ুয়া।

author-image
Tamalika Chakraborty
New Update
indian country

নিজস্ব সংবাদদাতা: বিদেশে পড়াশোনার ক্ষেত্রে ভারতীয় পড়ুয়াদের প্রথম পছন্দের তালিকায় থাকে কানাডা। প্রতি বছর প্রায় সাড়ে চার লক্ষ ভারতীয় শিক্ষার্থী পড়াশোনার উদ্দেশ্যে সে দেশে পাড়ি দেন। শুধু ভারত নয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকেও পড়ুয়াদের কানাডার প্রতি আকর্ষণ ব্যাপক। ২০২৩ সালে কানাডায় আন্তর্জাতিক পড়ুয়ার সংখ্যা ছাড়িয়েছিল ১০ লাখ। ফলে এই পড়ুয়াদের মাধ্যমে কানাডার অর্থনীতিও একটি বড় অঙ্কের লাভ করে।

তবে সম্প্রতি কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব দফতরের একটি রিপোর্ট উদ্বেগ বাড়াচ্ছে। রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালের মার্চ থেকে এপ্রিলের মধ্যে প্রায় ৫০ হাজার আন্তর্জাতিক পড়ুয়া নিখোঁজ হয়ে গিয়েছে। এর মধ্যে ২০ হাজারের বেশি ভারতীয় শিক্ষার্থী।


কানাডায় পড়ুয়া ভিসার মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে যায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা। তবে নিয়ম অনুযায়ী, শিক্ষার্থীদের নির্দিষ্ট কলেজ বা বিশ্ববিদ্যালয়ে নিয়মিত উপস্থিত থাকতে হয়। সেই হাজিরার তথ্য অভিবাসন দফতরের কাছে জমা পড়ে। কিন্তু রিপোর্টে দেখা গিয়েছে, উল্লেখিত সময়কালে অনেক পড়ুয়া শিক্ষাপ্রতিষ্ঠানে হাজিরা দেননি, এবং তারা কোথায় রয়েছে, তা স্পষ্ট নয়।

 অনেক শিক্ষার্থী কানাডার পড়ুয়া ভিসার সুবিধা নিয়ে পরে অবৈধভাবে আমেরিকায় প্রবেশ করেন।  কানাডার কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্রমবর্ধমান খরচের কারণে অনেক পড়ুয়া শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া বন্ধ করে বিভিন্ন কাজে নিযুক্ত হয়ে পড়েন।

এই পরিস্থিতি অভিভাবকদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি করেছে। কানাডা পড়ুয়া ভিসা প্রদান এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের উপস্থিতি নজরদারির ক্ষেত্রে আরও কড়া পদক্ষেপের প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কানাডার সরকার এই পরিস্থিতি মোকাবিলায় কঠোর হতে শুরু করেছে। শিক্ষার্থীদের ভিসার শর্ত ভঙ্গের ঘটনায় অভিবাসন দফতর নিয়মের পুনর্মূল্যায়ন করার কথা জানিয়েছে।

এত বড় সংখ্যক পড়ুয়া নিখোঁজ হওয়ার ঘটনা শুধু কানাডার অভিবাসন ব্যবস্থার নয়, আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিরাপত্তা এবং ভিসার অপব্যবহারের দিকেও বড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে।