বিয়ের পরেও বয়ফ্রেন্ডের সঙ্গে থাকতে চাইত! ছেলের আত্মহত্যা নিয়ে মুখ খুললেন প্রায় বায়ু সেনা

বায়ুসেনার প্রাক্তন এক আধিকারিক অভিযোগ করেছেন, বৌমা বিয়ের পরেও বয়ফ্রেন্ডের সঙ্গে থাকতে চাইতো।

author-image
Tamalika Chakraborty
New Update
dead

নিজস্ব সংবাদদাতা: আগ্রায় এক তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি নিজের বাড়িতে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় মানব শর্মার মৃতদেহ। মৃত্যুর আগে তিনি একটি ভিডিও পোস্ট করেছিলেন, যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পুলিশের হাতেও পৌঁছেছে সেই ভিডিও, আর তারপর থেকেই স্বামীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে কাঠগড়ায় স্ত্রী নিকিতা শর্মা।

মৃত মানব শর্মার বাবা নরেন্দ্র শর্মা, যিনি ভারতীয় বায়ুসেনার অবসরপ্রাপ্ত আধিকারিক, ছেলের মৃত্যুর জন্য নিকিতাকে দায়ী করেছেন। শুক্রবার তিনি অভিযোগ করে বলেন, ২০২৪ সালে বিয়ে হয় মানব ও নিকিতার। কিন্তু বিয়ের কিছু মাসের মধ্যেই নিকিতা নানা অভিযোগ তুলতে শুরু করেন।

তিনি আরও জানান, নিকিতা নিজেই স্বীকার করেছিলেন যে তাঁর বিবাহ-বহির্ভূত সম্পর্ক রয়েছে এবং তিনি সেই ব্যক্তির সঙ্গে থাকতে চান। নরেন্দ্র শর্মার দাবি, এটাই ছিল মানবের দাম্পত্য জীবনে টানাপোড়েনের অন্যতম কারণ। তবে শ্বশুরের সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন নিকিতা শর্মা। তার পাল্টা অভিযোগ, “মানব বারবার আমার অতীত সম্পর্কের প্রসঙ্গ টেনে আনত। এটা নিয়েই আমাদের মধ্যে প্রচুর ঝগড়া হতো।”

নিকিতা আরও বলেন, মানবের ছিল মারাত্মক মদ্যপানের অভ্যাস। তিনি অভিযোগ করেন, “প্রতিদিন প্রচুর মদ খেত এবং মাতলামি করত। এমনকি, আগেও একাধিকবার সে আত্মহত্যার চেষ্টা করেছে। সেই দিনও হয়তো মদ খেয়েই আত্মহত্যা করেছে।” মানবের রহস্যজনক মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। ভাইরাল হওয়া ভিডিওতে তিনি ঠিক কী বলেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি স্বজন ও নিকিতার বয়ান রেকর্ড করছে পুলিশ। এই ঘটনায় নতুন কোনো তথ্য উঠে আসে কি না, তা এখন পুলিশের তদন্তের উপর নির্ভর করছে।