GTA নিয়ে দিল্লিতে ত্রিপাক্ষিক বৈঠক, কবে?

কাল নয়, GTA নিয়ে পরশু দিল্লিতে ত্রিপাক্ষিক বৈঠক।

author-image
Jaita Chowdhury
New Update
;oiuyfgcv bnm,l

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: বুধবার নয়।  GTA নিয়ে বৃহস্পতিবার দিল্লিতে ত্রিপাক্ষিক বৈঠক । ত্রিপাক্ষিক বৈঠকের আগেই দিল্লিতে হাজির ১০ বিজেপি বিধায়কের দল । তার আগেই দিল্লি-দরবারে উত্তরবঙ্গের ১০ বিজেপি বিধায়ক। কেন্দ্রীয় পরিবেশমন্ত্রীর ভূপেন্দ্র যাদবের কাছে ১০ বিজেপি বিধায়ক। কেন্দ্রীয় নারী-শিশু কল্যাণমন্ত্রী অন্নপূর্ণা দেবীর সঙ্গেও সাক্ষাৎ হওয়ার সম্ভবনা এদিন।

১০ বছর পর পাহাড়ে GTA ভোট ঘিরে চড়ছে পারদ