নিজস্ব সংবাদদাতা : ভারতীয় বিমান বাহিনীর (IAF) অভিজাত আকাশ গঙ্গা স্কাইডাইভিং দলের এক প্যারা জাম্প ইনস্ট্রাকটর আজ আগ্রায় একটি ডেমো ড্রপের সময় গুরুতর আহত হন এবং পরে তার মৃত্যু হয়। IAF-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই মর্মান্তিক দুর্ঘটনায় তারা গভীরভাবে শোকাহত এবং তারা নিহত সদস্যের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছে।
/anm-bengali/media/media_files/yTcOvI0VVZxXzvAxvxhC.jpg)
এক বিবৃতিতে বিমান বাহিনী জানায়, "আমরা শোকস্তব্ধ। তার অবদান ও সাহসিকতা চিরস্মরণীয়। এই শোকের মুহূর্তে আমরা তার পরিবারের পাশে আছি।" উল্লেখ্য, আকাশ গঙ্গা টিমটি ভারতীয় বিমান বাহিনীর স্কাইডাইভিং দল, যারা বিভিন্ন অনুষ্ঠানে এবং মহড়ায় প্রদর্শনী জাম্প করে থাকেন। বিমান বাহিনী সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।