খবর প্রকাশ্যে আসতেই জল চুরি রুখলো পঞ্চায়েত
বেপরোয়া গাড়ি, চলতে চলতে ঢুকলো নার্সারিতে!
বাংলাকে জেহাদিদের হাতে তুলে দিয়েছেন মমতা ! ফের বিস্ফোরক মন্তব্য করলেন সুকান্ত
ওয়াকফ আইনের বিরোধীতায় এ কি দৃশ্য! প্রকাশ্যে আনলেন অমিত মালব্য
প্রতিবাদের নামে হিংসা বরদাস্ত করা হবে না ! এবার রাজ্যের ক্রমবর্ধমান হিংসা প্রসঙ্গে বড় মন্তব্য করলেন রাজ্যপাল
প্রয়াত ‘বাঁকড়ার অভিভাবক’ রেজ্জাক মোল্লা, শোকাহত মুখ্যমন্ত্রী
দুরন্ত বোলিং কেকেআর-এর ! ১০৩ রানেই গুটিয়ে গেল ধোনির সিএসকে
"চীন ভয় পায় না" — আমেরিকার সাথে বাণিজ্য যুদ্ধে বড় মন্তব্য করলেন শি জিনপিং
এবার চাকরিহারাদের পাশে কলেজের অধ্যক্ষরা, রবীন্দ্রভারতীতে চলছে প্রতিবাদ

IAF প্যারা ইনস্ট্রাকটরের মর্মান্তিক মৃত্যু, আকাশ গঙ্গায় শোকের ছায়া

আগ্রায় ডেমো স্কাইডাইভ চলাকালীন দুর্ঘটনায় ভারতীয় বিমান বাহিনীর আকাশ গঙ্গা টিমের এক প্যারা জাম্প ইনস্ট্রাকটর প্রাণ হারান। IAF গভীর শোক প্রকাশ করেছে ও পরিবারকে সমবেদনা জানিয়েছে।

author-image
Debapriya Sarkar
New Update
airforce edit .jpg

নিজস্ব সংবাদদাতা : ভারতীয় বিমান বাহিনীর (IAF) অভিজাত আকাশ গঙ্গা স্কাইডাইভিং দলের এক প্যারা জাম্প ইনস্ট্রাকটর আজ আগ্রায় একটি ডেমো ড্রপের সময় গুরুতর আহত হন এবং পরে তার মৃত্যু হয়। IAF-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই মর্মান্তিক দুর্ঘটনায় তারা গভীরভাবে শোকাহত এবং তারা নিহত সদস্যের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছে।

death

এক বিবৃতিতে বিমান বাহিনী জানায়, "আমরা শোকস্তব্ধ। তার অবদান ও সাহসিকতা চিরস্মরণীয়। এই শোকের মুহূর্তে আমরা তার পরিবারের পাশে আছি।" উল্লেখ্য, আকাশ গঙ্গা টিমটি ভারতীয় বিমান বাহিনীর স্কাইডাইভিং দল, যারা বিভিন্ন অনুষ্ঠানে এবং মহড়ায় প্রদর্শনী জাম্প করে থাকেন। বিমান বাহিনী সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।