২৫ গজের ছোট ঘরেও লাখ লাখ টাকার জলের বিল ! আপ সরকারের নতুন দুর্নীতি ধরলেন পর্বেশ ভার্মা

তিনি দাবি করেন, জরিমানার ক্ষেত্রেও সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার জন্য, মুখ্যমন্ত্রীর সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে।

author-image
Debjit Biswas
New Update
Atishi kejriwal.webp

নিজস্ব সংবাদদাতা : এবার প্রাক্তন আপ সরকারের বিরুদ্ধে নতুন এক দুর্নীতির অভিযোগ তুললেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী পর্বেশ ভার্মা। তিনি বলেন, ''আপ সরকারের সময়ে ২৫ গজের একটি ছোট ঘরেও লাখ লাখ টাকার জলের বিল পাঠানো হয়েছে। এই বিষয়ে তদন্ত চলছে।''

e3eee

এরপর তিনি বলেন, ''যেসব জায়গায় জলের বিল বেড়ে গিয়েছে, সেগুলি পুনরায় সংশোধন করা হবে। যদি জলের বিল পুরোপুরি ভুল হয়ে থাকে, তবে তা মকুব করা হবে।"