নিজস্ব সংবাদদাতা : এবার প্রাক্তন আপ সরকারের বিরুদ্ধে নতুন এক দুর্নীতির অভিযোগ তুললেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী পর্বেশ ভার্মা। তিনি বলেন, ''আপ সরকারের সময়ে ২৫ গজের একটি ছোট ঘরেও লাখ লাখ টাকার জলের বিল পাঠানো হয়েছে। এই বিষয়ে তদন্ত চলছে।''
/anm-bengali/media/media_files/IVBiIImyJd43oABMQ8dy.jpeg)
এরপর তিনি বলেন, ''যেসব জায়গায় জলের বিল বেড়ে গিয়েছে, সেগুলি পুনরায় সংশোধন করা হবে। যদি জলের বিল পুরোপুরি ভুল হয়ে থাকে, তবে তা মকুব করা হবে।"