নিজস্ব সংবাদদাতা: নিজের এক্স হ্যান্ডেলে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি লেখেন, "পশ্চিমবঙ্গে নারী বা মিডিয়া কেউই নিরাপদ নয়। সংবাদমাধ্য়মের কর্মীদের আটক ও গ্রেফতার করা অত্যন্ত নিন্দনীয়, এটা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের অবমাননা।"
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)
/anm-bengali/media/media_files/OMe5KC4gRIGg7GRfBp5U.jpeg)
/anm-bengali/media/media_files/ZBgBQaC3IdHyZJChroMF.jpg)
/anm-bengali/media/media_files/YfzDzo9pe6SqSUn8ShrB.jpeg)