গুজরাটেও HMVP ভাইরাসের থাবা! আক্রান্ত দুই মাসের শিশু

গুজরাটেও পৌঁছে গেল HMVP ভাইরাস। দুই মাস বয়সি শিশু এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
gujarat doctor

নিজস্ব সংবাদদাতা: গুজরাটেও পৌঁছে গেল HMVP ভাইরাস। দুই মাস বয়সি শিশু এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। HMVP ভাইরাস অরেঞ্জ চিলড্রেন হাসপাতালের ডাঃ নিরভ প্যাটেল বলেছেন, "দুই মাস বয়সি শিশুটি আমাদের কাছে ২৪ ডিসেম্বরের দিকে সর্দি, কাশি, ফ্লুর মতো লক্ষণ নিয়ে এসেছিল। সেই সাথে, শিশুটির শ্বাস-প্রশ্বাসের সমস্যা ছিল রিপোর্ট। এটা করোনার মতো ভাইরাস নয়।"

hmvp virus