নিজস্ব সংবাদদাতা: ইম্ফলে দ্বৈতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গাভাই মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতির সচিবালয় এবং অন্যান্য আদালত ভবন এবং প্রকল্পের উদ্বোধন করলেন।
#WATCH | Manipur: Supreme Court judges attend the duodecennial celebrations in Imphal.
Supreme Court Judge Justice BR Gavai inaugurated the Secretariat of Chief Justice of High Court of Manipur and other Court buildings and projects. pic.twitter.com/IMEQl9ep8C