নিজস্ব সংবাদদাতা: আওরঙ্গজেবের প্রশংসা করেছিলেন সমাজবাদী পার্টির বিধায়ক আবু আজিম। তাঁকে মহারাষ্ট্রের বাজেট অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছে। এই প্রসঙ্গে বিজেপি নেতা শাহনওয়াজ হুসেন বলেছেন, "যখন তিনি আওরঙ্গজেবের প্রশংসা করেন, তখন তাঁকে বিধানসভা থেকে বেরিয়ে যেতে হবে। ছত্রপতি শিবাজি মহারাজের অনুসারীরা যখন বিধানসভায় থাকেন তখন আওরঙ্গজেব ভক্তের কোনও স্থান নেই। সমাজবাদী পার্টি আওরঙ্গজেবের প্রতি ভালোবাসা তৈরি করেছে।"
/anm-bengali/media/media_files/2025/03/05/XLz3q9ejTsX0OjD63Cu3.jpg)