ঈদে রিলিস হচ্ছে ''সিকান্দার'' ! ভরপুর একশনের প্রমিস করলেন ভাইজান

নিজের পরবর্তী মুভি ''সিকান্দার''- এর পোস্টার রিলিস করলেন বলিউডের ভাইজান সালমান খান। তার সাথে সাথে নিজের ভক্তদের জন্য একটি একশন প্যাকড ঈদ উপহার দেওয়ার প্রমিস করলেন তিনি।

author-image
Debjit Biswas
New Update
Salman khan

নিজস্ব সংবাদদাতা : নিজের পরবর্তী মুভি ''সিকান্দার''- এর পোস্টার রিলিস করলেন বলিউডের ভাইজান সালমান খান। তার সাথে সাথে নিজের ভক্তদের জন্য একটি একশন প্যাকড ঈদ উপহার দেওয়ার প্রমিস করলেন তিনি। এই পোস্টারে সালমান খানের অনবদ্য লুকস দারুন নজর কেড়েছে নেটিজেনদের। সকলেই ভাইজানের একটি একশনে ভরপুর মুভি দেখার জন্য অনেকদিন মুখিয়ে ছিলেন। আর এবার নিজের ভক্তদের এই প্রতীক্ষা পূরণ করতে আবার হাজির হচ্ছেন ভাইজান।