নিজস্ব সংবাদদাতা : এবার মুর্শিদাবাদের হিংসার ঘটনায় সরব হলেন পাঞ্জাবের রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া। তিনি বলেন, “গণতন্ত্রে প্রতিটি আইন একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে গৃহীত হয়। প্রথমে বিভিন্ন ধাপে আলোচনা হয়, আর সমস্ত কমিটিতে সব দলের, এমনকি বিরোধী পক্ষের প্রতিনিধিরাও অংশ নেন।”
/anm-bengali/media/media_files/2025/04/14/SZ6UYe7P0JWGtsATjGq4.jpeg)
এরপর তিনি বলেন, “যখন সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে কোনও আইন দেশে পাশ হয়, তখন সেটিকে সম্মান করা ও মেনে চলা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। হিংসাত্মক আন্দোলনে কোনও সমস্যার সমাধান হয় না, বরং সমস্যা আরও জটিল হয়ে ওঠে।”
গণতন্ত্রে হিংসা কাম্য নয় ! মুর্শিদাবাদের ঘটনায় সরব হলেন পাঞ্জাবের রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া
মুর্শিদাবাদের হিংসা প্রসঙ্গে কি মন্তব্য করলেন পাঞ্জাবের রাজ্যপাল ?
নিজস্ব সংবাদদাতা : এবার মুর্শিদাবাদের হিংসার ঘটনায় সরব হলেন পাঞ্জাবের রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া। তিনি বলেন, “গণতন্ত্রে প্রতিটি আইন একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে গৃহীত হয়। প্রথমে বিভিন্ন ধাপে আলোচনা হয়, আর সমস্ত কমিটিতে সব দলের, এমনকি বিরোধী পক্ষের প্রতিনিধিরাও অংশ নেন।”
এরপর তিনি বলেন, “যখন সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে কোনও আইন দেশে পাশ হয়, তখন সেটিকে সম্মান করা ও মেনে চলা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। হিংসাত্মক আন্দোলনে কোনও সমস্যার সমাধান হয় না, বরং সমস্যা আরও জটিল হয়ে ওঠে।”