‘পাঠ্যসূচীতে অন্তর্ভুক্ত হোক রামায়ণ’, আবেদন ‘রামের’

এবার রামায়ণ নিয়ে অরুণ গোভিল করলেন গুরুত্বপূর্ণ মন্তব্য।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
ramai1

File Picture

নিজস্ব সংবাদদাতা: রামানন্দ সাগরের রামায়ণে ভগবান রামের ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা অরুণ গোভিল। তারপর রাম মন্দির তৈরীতেও দেখিয়েছিলেন উচ্ছ্বাসা। আর এবার রামায়ণ নিয়ে করলেন গুরুত্বপূর্ণ মন্তব্য।

এদিন তিনি বলেন, “রামায়ণকে অবশ্যই আমাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করতে হবে কারণ রামায়ণকে ধর্মীয় বলার কোনো যুক্তি নেই। রামায়ণ হল আমাদের জীবন দর্শন। রামায়ণ আমাদের জীবনের কথাই বলে। প্রত্যেকের কীভাবে জীবনযাপন করা উচিত, সম্পর্ক কেমন হওয়া উচিত, কতটা ধৈর্য থাকা উচিত এবং একজন ব্যক্তি কীভাবে শান্তি পেতে পারে? এই সবই ব্যক্ত করেছে রামায়ণ। এটি সবার জন্য, এটি কেবল সনাতনীদের জন্য নয়, রামায়ণ সবার জন্য এবং তাই এটি অবশ্যই আমাদের পাঠ্যক্রমে যুক্ত করা উচিত”।

 

স্ব

স

স