নিজস্ব সংবাদদাতা : আজ পাঞ্জাবের মোগা জেলার শিব সেনা সভাপতি মঙ্গত রাম ওরফে মঙ্গাকে, গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনার পর থেকেই যথেষ্ট উত্তপ্ত হয়ে রয়েছে পাঞ্জাবের রাজনৈতিক পরিস্থিতি। পাঞ্জাব শিব সেনার পক্ষ থেকে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি উঠেছে।
/anm-bengali/media/media_files/2025/03/14/E9UlFkowKCgzLzwB2Dj2.jpeg)
মনে করা হচ্ছে কোনও রাজনৈতিক কারণেই খুন করা হয়েছে মঙ্গত রাম ওরফে মঙ্গাকে। এই ঘটনার পর তার সমর্থক ও দলীয় কর্মীরা এই বীভৎস হত্যার প্রতিবাদে বিক্ষোভে নামে।