নিজস্ব সংবাদদাতাঃ বিহারে ফের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন নীতিশ কুমার। বিহারে মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ায় নীতীশ কুমার, সম্রাট চৌধুরী ও বিজয় সিনহাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও তিনি জানিয়েছেন যে, বিহারে গঠিত এনডিএ সরকার রাজ্যের উন্নয়নে এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য কোনও প্রয়াস ছাড়বে না।