মণিপুর! প্রধানমন্ত্রী কিছু বলুন, আবেদন নেতার

মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীকে সংসদে কিছু বলার আবেদন জানালেন আপ সাংসদ সঞ্জয় সিং।

author-image
Aniruddha Chakraborty
New Update
ম,

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ মণিপুর নিয়ে উত্তপ্ত সংসদ ভবন। শুধু সংসদ ভবন নয় মণিপুর ইস্যুতে আওয়াজ তুলে সাসপেন্ড হওয়া বিরোধী দলের সাংসদ সঞ্জয় সিং এখন সংসদের বাইরে থেকে আওয়াজ তুলছেন।

আজ চতুর্থ দিনে পড়ল বিরোধীদের ধর্ণা। এদিন সঞ্জয় সিং জানান, "আজ চতুর্থ দিবসে পড়ল টিম ইন্ডিয়ার প্রতিবাদ এবং আমাদের দাবি এই যে প্রধানমন্ত্রী পার্লামেন্টে আসুন এবং মণিপুর ইস্যু নিয়ে কিছু বলুন, মণিপুর জ্বলছে এবং সাধারণ মানুষ ক্যাম্পে আশ্রয় নিচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্ডিয়া টিমকে সন্ত্রাসবাদীদের সঙ্গে তুলনা করছেন। এবং বলছেন যে তিনি ২০২৪ সালে ক্ষমতায় আসবেন। তার অন্তত কিছুটা সংবেদনশীলতা দেখানো উচিত।"

এমনিতেই জাতিগত হিংসার পর ধিকি ধিকি আগুন জ্বলছিল মণিপুরে। তার ওপর মণিপুরে মহিলাকে নগ্ন করে ঘোরানোর ঘটনা সেই আগুনে আরও ঘি ঢেলে দেয়। সারা দেশ এই ঘটনার প্রতিবাদ জানাতে থাকে । উত্তপ্ত হয়ে ওঠে সাংসদ। মণিপুরের ঘটনা সংসদে কেন আলোচনা করা হচ্ছে না সেই বিষয় নিয়ে রীতিমতো ক্ষিপ্ত বিরোধীরা। অনেকেই বলছেন ভোটের সময় অন্যান্য জায়গায় যাওয়ার সুযোগ থাকলেও মণিপুরে ঘুরে আসার সুযোগ হয়না প্রধানমন্ত্রীর।

সামনেই লোকসভা নির্বাচন তার আগে সরকার পক্ষকে চাপে রাখার সর্বাত্বক চেষ্টা চালাচ্ছে বিরোধীপক্ষ।