নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: কয়েক বছর ধরে বিষাক্ত মদ্যপান করে মৃত্যু হয়েছে ৪০ থেকে ৪৫ জনের। এবার কোমর বেঁধে অবৈধ মদ দোকানে হানা দিল প্রমিলা বাহিনী। দোকান থেকে দফায় দফায় মদ বের করে রাস্তায় ফেলে নষ্ট করল মহিলারাই।
ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার ধরমপুর ও মজলিসপুর এলাকার। জানা যায়, ওই এলাকায় রমরমিয়ে চলছিল বিষাক্ত মদের কারবার। এলাকার মানুষের অভিযোগ কয়েক বছরে বিষাক্ত মদ্যপান করে মৃত্যু হয়েছে ৪০ থেকে ৪৫ জনের। আজ এলাকার সমস্ত মহিলারা একত্রিত হয়ে কোমর বেঁধে নেমে পড়ল মদের দোকান উচ্ছেদ করতে। দফায় দফায় মদ তুলে এনে রাস্তায় ঢেলে নষ্ট করল মহিলারাই। এমনকি মদ ব্যবসায়ীদেরকেও কড়া ধমক দিতে লক্ষ্য করা গেল প্রমিলা বাহিনীদেরকে। আগামী দিনে এলাকায় মদ বিক্রি হলে কড়া হাতে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিল মহিলারা। প্রমিলা বাহিনীর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্রাম পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষেরাও। পাশাপাশি এলাকার মানুষ চাইছেন প্রশাসনের হস্তক্ষেপ।