নিজস্ব সংবাদদাতা : এবার মুর্শিদাবাদ হিংসার প্রসঙ্গে ফের একবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে দুষলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, ''আগে বিএসএফ (BSF)-র কাছে সীমান্ত থেকে ৫ কিলোমিটার পর্যন্ত এলাকায় নজরদারি চালানোর অনুমতি ছিল। এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী এই এলাকা বাড়িয়ে ৫০ কিলোমিটার পর্যন্ত করে দিয়েছেন। আমরা এখন আমাদের মানুষের কাছেই যেতে পারিনা। তাহলে সব দায় আমাদের ওপরেই চাপানো হচ্ছে কেন ?''
/anm-bengali/media/media_files/i6mr4T6rh81t4ghal7eb.jpg)
এরপর তিনি বলেন,''এই হিংসার পিছনে বাইরের শক্তির হাত আছে। অনেকে আছে যারা উর্দি পরেও এইসব কাজ করিয়েছেন। তারা কেউ আমাদের লোক নয়। এখন তো টাকা দিয়েও অনেককিছু করানো যায়।''