নিজস্ব সংবাদদাতা : আজ ফের একবার মুর্শিদাবাদ হিংসার প্রসঙ্গে কথা বলতে গিয়ে বেশকিছু বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, ''দাঙ্গা হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ কেউ করে না। এগুলি কিছু ক্রিমিনালদের ব্যবহার করে করা হয়। এখন তো টাকা দিয়েও অনেক কিছু হয়।''
/anm-bengali/media/media_files/J9ndT7QdQb8nguMcez2d.jpg)
এরপরেই তিনি বলেন, '' এটা রাজনীতি করার সময় নয়। এখন বিজেপির ফিট করা এজেন্সি সোশ্যাল মিডিয়ায় বাড়াবাড়ি করে। সোশ্যাল মিডিয়ার ৯৯ শতাংশই তো এখন বিজেপির দখলে। ওদের আইটি সেল সারাদেশে বাংলা নিয়েই পরে আছে। আমাদেরও আইটি সেল আছে কিন্তু তা খুব দুর্বল। বিজেপির টাকার সাথে পেরে উঠতে পারে না।''