মুসলিমরাই দেশকে ঐক্যবদ্ধ রেখেছে ! ওয়াক্ফ আইন প্রসঙ্গে বড় দাবি করলেন মেহবুবা মুফতি

মেহবুবা মুফতির এই মন্তব্য নতুন করে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

author-image
Debjit Biswas
New Update
5U7U7

নিজস্ব সংবাদদাতা : এবার ওয়াক্‌ফ (সংশোধন) আইন নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করলেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। তিনি বলেন, “এই আইনের পর আমাদের অনেক কবরস্থান, মাদ্রাসা ও মসজিদ ধ্বংস করা হবে, কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হবে না।”

mehbooba muftit1.jpg

এরপর প্রধানমন্ত্রীকে এই বিষয়ে হস্তক্ষেপের আহ্বান জানিয়ে মেহবুবা মুফতি বলেন, “ওয়াক্‌ফ কোনও ছোট বিষয় নয়। মুসলিমরা দেশকে ঐক্যবদ্ধ রাখে, তাদের যদি শেষ করে দেওয়া হয়, তাহলে গোটা দেশই ছিন্নভিন্ন হয়ে যাবে।”