নিজস্ব সংবাদদাতা: দিল্লির লক্ষ্মী নগরের একটি মাল্টিস্পেশালিটি হাসপাতালে আগুন লেগেছে। ঘটনাস্থলে চারটি দমকলের ইঞ্জিন রয়েছে। এই প্রসঙ্গে দমকল কর্মকর্তা দীপক হুদা বলেন, "আমরা একটি হাসপাতালে আগুন লাগার বিষয়ে একটি ফোন পেয়েছি। আগুনটি নিচতলায় ছিল এবং এটি নিভিয়ে ফেলা হয়েছে। কোনও হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।"
/anm-bengali/media/media_files/2025/03/31/RRHyy3ocPhU1yCZvjjpJ.JPG)