নিজস্ব সংবাদদাতা : ক্লিন চিট দেওয়া হয়নি, তদন্ত এখনও সম্ভব ! আজ সুশান্ত সিং রাজপূত মামলায় সিবিআই ক্লোজার রিপোর্ট দেওয়ার পর এমনই মন্তব্য করলেন দিশা সালিয়ান মামলার আইনজীবি নিলেশ সি ওঝা। তিনি বলেন, ''এই ক্লোজার রিপোর্টের আইনি মূল্য খুবই সীমিত। আদালত চাইলে হত্যা মামলায় সরাসির স্বতঃপ্রণোদিত হয়ে যেকোনও ব্যবস্থা নিতে পারে, গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে বা পুনরায় তদন্তের নির্দেশ দিতে পারে। আরুশি তালওয়ার মামলার মতোই এই ক্ষেত্রেও নতুন তদন্ত হতে পারে।''
/anm-bengali/media/media_files/2025/03/20/ZAfRnXWcZNf57XhBXSIr.jpeg)
অর্থাৎ সুশান্ত সিং রাজপূত মামলা যে এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি, তা স্পষ্ট করে দিলেন দিশা সালিয়ান মামলার আইনজীবি নিলেশ সি ওঝা।