নিজস্ব সংবাদদাতা : ওয়াশিংটন ডিসিতে রিপাবলিকান পার্টির এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র খুব শিগগিরই ওষুধ ও স্বাস্থ্যসংশ্লিষ্ট পণ্যের ওপর "বড় ধরনের শুল্ক" আরোপ করতে যাচ্ছে। ট্রাম্প বলেন, এই সিদ্ধান্তের লক্ষ্য হলো ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর উপর চাপ তৈরি করা, যাতে তারা চীন ছেড়ে যুক্তরাষ্ট্রেই উৎপাদন শুরু করে। ট্রাম্পের কথায়, "যারা মার্কিন বাজারে ওষুধ বিক্রি করতে চায়, তাদের যুক্তরাষ্ট্রে তৈরি করতে হবে।"
/anm-bengali/media/media_files/6i65pTEqUAOAxLdUtFaJ.jpeg)
প্রায় ৫০ মিনিট ধরে চলা বক্তব্যের মধ্যে তিনি এই ঘোষণা দিলেও ঠিক কত শতাংশ শুল্ক আরোপ করা হবে বা কবে থেকে কার্যকর হবে— এসব বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য দেননি। এই ঘোষণার পর ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো এবং বৈশ্বিক বাজারে এর প্রভাব নিয়ে আলোচনা শুরু হয়েছে।