নিজস্ব সংবাদদাতা : শিক্ষাক্ষেত্রে নিয়োগ নিয়ে একের পর এক মামলা, আর তার ফলে ২৬ হাজার শিক্ষার্থীর চাকরি বাতিল হয়েছে। এই ঘটনা নিয়ে এবার প্রতিবাদে নামছে তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, যাঁদের চাকরি চলে গেছে, তাঁদের পাশে থাকতে এবং শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে এই আন্দোলন।
/anm-bengali/media/media_files/2025/04/07/pBG8XCA98hF3aW99lHX5.jpg)
আজ, বুধবার কলকাতায় হবে বড় মিছিল। দুপুর ৩ টে থেকে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলায় পর্যন্ত হবে এই মিছিল। এই মিছিলে তৃণমূলের বড় বড় নেতারাও উপস্থিত থাকবেন। দলের বক্তব্য, অনেক যোগ্য প্রার্থী পরীক্ষায় পাশ করেও চাকরি পাননি বা যাঁরা চাকরি পেয়েছিলেন, তাঁদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে। আদালতের নির্দেশে অনেক চাকরি বাতিল হলেও, তৃণমূলের দাবি—এই পুরো বিষয়টির পেছনে রাজনীতি আছে। তাই তাঁদের মতে, এই অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নামা দরকার।
শুধু কলকাতা নয়, শুক্রবার থেকে রাজ্যের সব জেলাতেও চলবে এই প্রতিবাদ। প্রতিটি জেলায় তৃণমূলের নেতা-কর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করবেন। তৃণমূল নেতারা বলছেন, "শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা চলছে। আমরা তা হতে দেব না। চাকরি হারানো মানুষগুলোর পাশে দাঁড়ানোই এখন সবচেয়ে জরুরি।"
/anm-bengali/media/media_files/2025/04/07/QN8SFCM4aMXQHJ5Dm5OL.jpg)
পুলিশ প্রশাসন পরিস্থিতির ওপর নজর রাখছে। মিছিল ও প্রতিবাদ যাতে শান্তিপূর্ণভাবে হয়, তার জন্য নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এই আন্দোলনের জেরে রাজ্যের রাজনীতিতে উত্তেজনা তৈরি হয়েছে। এই প্রতিবাদের পরবর্তীতে কী প্রভাব পড়ে, এখন সেটাই দেখার।