নিজস্ব সংবাদদাতা : যুক্তরাষ্ট্রের সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান দলীয় সংসদ সদস্যদের বলেছেন, তারা যেন আর দেরি না করে বাজেট পাসে একজোট হয়ে কাজ করেন। তিনি বলেছেন, "নাটক না করে চোখ বন্ধ করে হলেও ভোটটা দিয়ে দিন। এটা দারুণ একটি বিল।"
/anm-bengali/media/media_files/2025/03/05/1000165797-686021.webp)
ওয়াশিংটন ডিসিতে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প এ কথা বলেন। এর আগে তিনি হোয়াইট হাউসে হাউস স্পিকার মাইক জনসনসহ দলের কয়েকজন সংসদ সদস্যের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে যারা এখনো বাজেট প্রস্তাব নিয়ে দ্বিধায় আছেন, তাদের বোঝানোর চেষ্টা করা হয়। বৈঠক শেষে স্পিকার জনসন বলেন, "সভাটা খুবই ইতিবাচক হয়েছে। প্রেসিডেন্ট অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন এবং সবাইকে উৎসাহ দিয়েছেন। আমরা এখনো বিলটি নিয়ে এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।"
/anm-bengali/media/media_files/2025/02/05/2lrhMlOJ3MJcadDHXRkx.jpg)
যদিও এখনো বাজেট প্রস্তাবের পক্ষে পর্যাপ্ত ভোট নিশ্চিত হয়নি, তবুও এই সপ্তাহেই ভোট করার পরিকল্পনা রয়েছে। সংসদের একটি গুরুত্বপূর্ণ কমিটি আগামীকাল সকালেই বিলটি নিয়ে কাজ এগিয়ে নিয়ে যাবার জন্য বৈঠকে বসতে পারে বলে জানা গিয়েছে। সবমিলিয়ে রিপাবলিকানদের মধ্যে ঐক্য গড়ে তোলার চেষ্টা চলছে যেন বিলটি দ্রুত পাস করানো যায়।