নিজস্ব সংবাদদাতা : মেষ, মিথুন ও বৃশ্চিক—এই তিন রাশির জন্য কেমন যাবে আজকের দিন? সম্পর্ক, কাজ, স্বাস্থ্য ও মানসিক অবস্থার দিক থেকে জেনে নিন এক ঝলকে।
/anm-bengali/media/post_banners/d7nxeJNXvvKUS4XCJ2M0.jpg)
মেষরাশি : আজ আপনার ওপর কিছু দায়িত্ব থাকবে, তাই মন ঠান্ডা রাখুন। টাকাপয়সার দিক দিয়ে আপনি বুদ্ধিমান, সঞ্চয় ভবিষ্যতে কাজে লাগবে। পরিবারে শান্তি থাকবে। প্রেমের সম্পর্ক গভীর হবে—মনেই বেশি টান থাকবে। কাজের স্বীকৃতি পেতে পারেন। সঙ্গীর সঙ্গে সময়টা দারুণ কাটবে।
/anm-bengali/media/post_banners/gSCe7VTyTi0oqmXPBlOr.jpg)
মিথুনরাশি : আজ মন হালকা থাকবে, দিনটা মজার কাটতে পারে। কেউ টাকায় সাহায্য করতে পারে, তবে পুরনো কেউ ঝামেলা বাঁধাতে পারে। প্রেমে সমস্যা এলে সাহস রাখুন। অফিসে সাপোর্ট পাবেন। একা কোথাও গিয়ে সময় কাটাতে ইচ্ছে হতে পারে। সঙ্গীর সঙ্গে ভালো সময় যাবে।
/anm-bengali/media/media_files/NfLldg26jhYCrTSUH97H.jpg)
বৃশ্চিকরাশি : শরীর ভালো থাকবে, বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারেন। খরচে একটু সাবধান হোন। আজ বড় কিছু প্ল্যান করতে পারেন। প্রেমে প্রত্যাশা পূরণ নাও হতে পারে। ছোটদের সময় দিন। সঙ্গীর সঙ্গে সম্পর্ক একঘেয়ে লাগলে একটু বদল আনুন।