বিহারে নির্বাচনে এনডিএ-র মুখ মোদী না নীতীশ কুমার! প্রকাশ্যে এল দ্বন্দ্ব

বিহারের বিধানসভা নির্বাচনে এনডিএ-র মুখ নীতীশ কুমার।

author-image
Tamalika Chakraborty
New Update
jitan ram manjiqq

নিজস্ব সংবাদদাতা: সামনেই বিহারের বিধানসভা নির্বাচন। এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঝি বলেছেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার কার্যকরভাবে কাজ করছে। তিনি আজ একজন বিশ্বব্যাপী নেতা হিসেবে স্বীকৃত। নীতিশ কুমারের নেতৃত্ব বিহারের জন্য একটি বড় সুবিধা। গত ২০ বছর ধরে, তিনি শিক্ষা, কৃষি, অবকাঠামো এবং বিদ্যুৎ সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নে অবদান রেখেছেন। এটি এনডিএ-র সিদ্ধান্ত যে আসন্ন বিহার নির্বাচনে নীতীশ কুমারই তাদের মুখ হবেন।"

jitan ram majhi kk1.jpg