নিজস্ব সংবাদদাতা: টানা নয়দিন ধরে তেলেঙ্গানার (Telengana) শ্রীশৈলমে এসএলবিসি চ্যানেলে আটকে পড়া আটজন কর্মীর উদ্ধার অভিযান অব্যাহত। ফেব্রুয়ারি মাসের ২২ তারিখ সুড়ঙ্গের ছাদ ধসে পড়ে আটকে পড়েন ৪ জন কর্মী। উদ্ধারকারী দল তাঁদের খুঁজে বের করার চেষ্টা করলেও, বারবার ব্যর্থ হয়েছে।
রবিবার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি ঘটনাস্থল পরিদর্শন করেন। উদ্ধার অভিযান নিয়ে পর্যালোচনাও করেন। তিনি জানান, আটকে পড়া কর্মীদের সঠিক অবস্থান নির্ণয় করতে আরও তিনদিন সময় লাগতে পারে। এখনও পর্যন্ত উদ্ধারকারী দলগুলি টানেলের চারটি জায়গায় খনন কাজ চালাচ্ছে।
জানা গিয়েছে, ৫ থেকে ১২ ফুট গভীরতায় মাটি ও পাথর বের করা হচ্ছে। একটি জায়গায় খননের কাজ ৯ ফুট গভীরে পৌঁছেছে। সেখানে একটি ধাতব বস্তুও মিলেছে, তবে সন্ধান মেলেনি মানুষের। এনজিআরআই, এনডিআরএফ, ভারতীয় সেনাবাহিনী এবং সিঙ্গারেনির কর্মীদের নিয়ে গঠিত দলটি অন্য তিন জায়গায় খনন কাজ চালিয়ে যাচ্ছে ৷