নিজস্ব সংবাদদাতা: প্রবীণ অভিনেতা এবং চলচ্চিত্র পরিচালক মনোজ কুমারের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বলিউড। শিবসেনা (ইউবিটি) সাংসদ সঞ্জয় রাউত বলেছেন, "তিনি তাঁর দেশপ্রেমের জন্য পরিচিত ছিলেন। উপকার থেকে ক্রান্তি পর্যন্ত, আমি তাঁর সব ছবি দেখেছি। তার ছবিগুলো নতুন প্রজন্মকে দেশপ্রেম কেমন এবং দেশের জন্য একজনের সংগ্রাম কেমন তা দেখিয়েছে। এমন শিল্পী আর জন্মায় না। তিনি অভিনয়কে ব্যবসা হিসেবে বিবেচনা করতেন না, বরং আবেগ হিসেবে বিবেচনা করতেন। তিনি তাঁর পেশা জাতির জন্য উৎসর্গ করেছিলেন।"
/anm-bengali/media/media_files/2025/04/04/Z7QPJeGy8NpNslggRHkq.JPG)