নিজস্ব সংবাদদাতা: শ্রীলঙ্কায় পা রাখলেন প্রধানমন্ত্রী মোদী। এরপরেই করলেই টুইট।
মোদী লেখেন, "কলম্বোয় অবতরণ করেছি। বিমানবন্দরে আমাকে স্বাগত জানানোর জন্য মন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞ। শ্রীলঙ্কার কর্মসূচির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি"।
Landed in Colombo. Grateful to the ministers and dignitaries who welcomed me at the airport. Looking forward to the programmes in Sri Lanka. pic.twitter.com/RYm5q1VhZk