নিজস্ব সংবাদদাতা: একদিকে বৈঠক। অপরদিকে, এসএসসি অফিসের সামনে রিলে অনশন। তীব্র গরমের মধ্যেই এসএসসি দফতরের সামনে রিলে অনশন। ফের অনশনরতদের পাশে দাঁড়ালেন আরজি কর-কাণ্ডের আন্দোলনকারীরা । ধর্না মঞ্চে গিয়ে অনশনরত চাকরিহারাদের স্বাস্থ্য পরীক্ষা চিকিৎসকদের।