নিজস্ব সংবাদদাতাঃ ঈদ মিলাদ উন-নবীর উৎসবে মেতে উঠেছে সমগ্র জম্মু কাশ্মীরের (Jammu Kashmir) শ্রীনগর শহর। রাস্তায় রাস্তায় শোভাযাত্রা বের করা হয়েছে। রাস্তায় বিকিকিনি করতে নেমেছে মানুষের ঢল। এই দিনটিকে মুসলিম ধর্মগুরু হজরত মহম্মদের জন্মবার্ষিকী হিসেবে পালন (Celebrates) করা হয়। এটি একটি খুশির দিন। শ্রীনগরে গোটা শহর জুড়ে নানা রঙের আলো লাগানো হয়েছে। বাচ্চা থেকে বৃদ্ধ সকলেই এই উৎসবে সামিল হয়েছে।
এদিন সকলে একত্রিত (People Gather) হয়ে নামাজ, কোরানের পাঠ পড়েন। এদিন সকালে বিশেষ প্রার্থনা সভারও আয়োজন করা হয়। ঈদ-ই-মিলাদ-উল-নবী (Eid Milad Un Nabi), যা মওলিদ বা ঈদ-ই-মিলাদ নামেও পরিচিত। ঈদে মীলাদ-উন-নবীর অন্যতম অপরিহার্য অংশ হল নবীর জীবন, তাঁর শিক্ষা, কষ্ট এবং তাঁর চরিত্র উদযাপন করা, যেমন তিনি তাঁর শত্রুদেরও ক্ষমা করেছিলেন। এদিন সমগ্র মুসলমান সম্প্রদায়ের মানুষরা নতুন কাপড় পরিধান করে একে অন্যকে উপহার প্রদান করে থাকে।