নিজস্ব সংবাদদাতা: সিদ্ধিদাতা গণেশের জন্মোৎসব গণেশ চতুর্থী। ভাদ্রপদ মাসের চতুর্থী তিথির শুক্লপক্ষে সাধারণত পালন করা হয় এই উৎসব। আজ সেই শুভ দিন এসে গেল। কারণ সব দেব-দেবীর পুজো শুরু হয় গণেশের পুজো করেই।
গণেশ চতুর্থী ২০২৪ - শুভেচ্ছাবার্তা পাঠাতে পারেন এই ম্যাসেজগুলি দিয়ে।
১. প্রার্থনা করি আপনার জীবনের সমস্ত বিপদ কেটে যাক। শুভারম্ভ হোক আপনার জীবনের!
২. এই উৎসব আপনার জীবনে আনুক আনন্দ, সুখ আর সমৃদ্ধি। শুভ গণেশ চতুর্থী!