বন্ধ হয়ে যাবে সাঁতরাগাছির পুরোনো টিকিট কাউন্টার ! ১৫ই এপ্রিল থেকে নিউ বিল্ডিংয়ে পরিষেবা শুরু হবে
সরকারি যাত্রী প্রতীক্ষালয় এখন মিষ্টান্ন ভান্ডার! ক্ষোভে যাত্রীরা, দুর্গাপুরে অভিনব দৃশ্য
কলকাতায় হিন্দুত্ববাদী পতাকা বাস থেকে খুলে নেওয়া হল, এবার কুলটিতে বাসে বাসে টাঙানো হল পতাকা
পিছনের টায়ার ফেটে উল্টে গেল ধান বোঝাই ভ্যান ! হতাহত শুন্য
বেহাল রাস্তার প্রতিবাদে কুলটিতে পথ অবরোধ করে বিক্ষোভ
জনতার ক্ষতি পূরণ করাই আসল লক্ষ্য হওয়া উচিৎ ! মেহুল চোকসির গ্রেপ্তারি প্রসঙ্গে কি বললেন রবার্ট বঢরা
ডেবরায় অসুস্থ হনুমানকে উদ্ধার করে চিকিৎসা করালো এলাকাবাসী, পাঠানো হল হিজলীতে
তারা তো বাংলার মধ্যেই রয়েছেন ! মুর্শিদাবাদের ঘরছাড়াদের নিয়ে একি মন্তব্য করলেন ফিরহাদ ?
এবার দিল্লি যাচ্ছেন চাকরিহারারা, যন্তরমন্তরে যাচ্ছেন দাবি পূরণের উদ্দেশ্যে

পাহাড় ঘোরানোর নাম করে ফরাসি মহিলাকে যৌন নির্যাতন ! গ্রেপ্তার গাইড

ওই ফরাসি মহিলা আধ্যাত্মিক সফরের জন্য তামিলনাড়ু এসেছিলেন এবং স্থানীয় একটি হোটেলে উঠেছিলেন।

author-image
Debjit Biswas
New Update
rape

নিজস্ব সংবাদদাতা : তামিলনাড়ুর তিরুভন্নামালাইয়ে এক ফরাসি মহিলার উপর যৌন নির্যাতনের অভিযোগে, আজ একজন গাইডকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম ভেঙ্কটেশান, যিনি তিরুভন্নামালাইয়ের বাসিন্দা। ওই ফরাসি মহিলা তিরুভন্নামালাই সম্পর্কে গভীরভাবে জানার জন্য তামিলনাড়ুতে এসেছিলেন, এবং সেখানেই তিনি ভেঙ্কটেশানকে গাইড হিসেবে নিয়োগ করেন।

Rape

এরপর তিনি ভেঙ্কটেশানকে ধ্যানের জন্য একটি পাহাড়ে নিয়ে যেতে বলেন। পাহাড় ঘুরিয়ে দেখানোর সময় অভিযুক্ত এই গাইড মদ্যপ অবস্থায় ছিলেন এবং সেখানেই তিনি ওই ফরাসি মহিলার উপর যৌন নির্যাতন চালান। তামিলনাড়ু পুলিশ এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চালাচ্ছে এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে।