নিজস্ব সংবাদদাতা : বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫ মহাশিবরাত্রির দিন দক্ষিণবঙ্গের সব জেলায় (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া) আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী শুক্রবার, শনিবার, রবিবার ও সোমবারও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রা কম-বেশি অপরিবর্তিত থাকবে, তবে মার্চের শুরুতে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
/anm-bengali/media/media_files/rKcaWyIaUmSFrr1FmF7x.jpg)
উত্তরবঙ্গের সব জেলাতেও (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা) বুধবার থেকে সোমবার পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকবে। তবে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার দার্জিলিং এবং কালিম্পংয়ের এক বা দুই স্থানে হালকা বৃষ্টি হতে পারে, এবং দার্জিলিংয়ের কিছু অঞ্চলে তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে।
/anm-bengali/media/media_files/FGP40sB9wlTHJrQZLQvZ.jpg)
কলকাতার আবহাওয়া মহাশিবরাত্রিতে পরিষ্কার থাকবে। আগামী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। আবহাওয়া জনিত আরো খবর জানতে ক্লিক করুন।