নিজস্ব সংবাদদাতা: আজ খুশির ঈদ। একমাসের রমজান মাস কাটিয়ে আজ হচ্ছে সেই খুশির দিন। আর সেই ঈদ-উল-ফিতরের সকাল শুরু হল নামাজ পাঠ করে। দিল্লির জামা মসজিদে সকাল থেকেই ঢল নামল মুসল্লিদের। ঈদ উপলক্ষে ভক্তরা জামা মসজিদে 'নামাজ' পাঠ করেন এদিন। তারপর একে অপরকে জানান ঈদের শুভেচ্ছা।
/anm-bengali/media/media_files/xD8Zajd7Mir0inoCXGpG.png)
সেই জামা মসজিদের নামাজ পাঠের ড্রোন চিত্র রইল আপনাদের জন্যে -
/anm-bengali/media/media_files/m96Xg7Ho2EHTKiswe6Oy.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)