শেয়ার বাজারে আবার ধস সেনসেক্স পড়ল ২২২৭ পয়েন্টে!
ফের বাড়ল রান্নার গ্যাসের দাম! মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ
মিলবে না পানীয় জলের পরিষেবা- এখনই জানুন
পেট্রোল-ডিজেলে শুল্ক বাড়ালো সরকার! কতটা দাম বাড়লো তরল সোনার?
শস্য বীমার দাবিতে কৃষকদের আন্দোলন! পথ অবরোধ বিক্ষোভ কৃষকদের
‘ডাক্তারের ডিগ্রি জাল প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’: রাজেন্দ্র শুক্লা
৩০ শতাংশ বাজার দখল করে এগিয়ে ওলা! বাজাজ অটো, টিভিএস মোটরের সঙ্গে জোরদার প্রতিযোগিতা
আলো এলেও শান্তি এলো না! অন্ডালে বিদ্যুৎ সংযোগের ছয় বছর পর এল বিশাল বিল
একাধিকবার দেওয়ানি বিতর্কে ফৌজদারি মামলা! সুপ্রিম কোর্টে ভর্ৎসনার মুখে উত্তরপ্রদেশ পুলিশ

হঠাৎ করেই বদলে যাবে আবহাওয়া, বইবে ঝোড়ো হাওয়া, গরম থেকে স্বস্তি পাবে মানুষ

প্রচণ্ড গরমে হিমশিম খাওয়া মানুষ এখন প্রচণ্ড রোদের হাত থেকে কিছুটা রেহাই পাবেন।

author-image
Anusmita Bhattacharya
New Update
rain

নিজস্ব সংবাদদাতা: আজ অর্থাৎ ২৪ মার্চ দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে আশা করা হচ্ছে। নয়ডা, গাজিয়াবাদ এবং গুরুগ্রামেও তাপমাত্রা প্রায় একই স্তরে থাকবে বলে আশা করা হচ্ছে। দিল্লি-এনসিআরে ২৪ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত আবহাওয়া সম্পূর্ণ পরিষ্কার থাকবে। এ সময় রোদ থাকবে এবং বাতাসের গতিবেগ কম থাকবে। কিন্তু ২৭শে মার্চ হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন দেখা যেতে পারে, যার সময় ঝড়ো হাওয়া বইবে, যার গতিবেগ ঘণ্টায় ২০ থেকে ৩০ কিলোমিটার।

মেঘের আনাগোনা শুরু হবে ২৭ মার্চ থেকে। এর মানে মেঘ থাকবে এবং বাতাস বইতে থাকবে। ২৮ ও ২৯ মার্চ একই আবহাওয়া অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে, যা মানুষকে তাপ থেকে কিছুটা রেহাই দেবে। এই সময়ের মধ্যে প্রবল ঝড় অবশ্যই বইবে, তবে কোনো পশ্চিমী ঝড় সক্রিয় হচ্ছে না বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এই সময় শুধু মেঘ ও বাতাস আবহাওয়ার অবস্থাকে প্রভাবিত করবে। তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন দেখা যাবে না।