নিজস্ব সংবাদদাতা: হোলির সময় যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতে ভারতীয় রেলওয়ে নতুন রুটে বিশেষ হোলি স্পেশাল ট্রেন চালু করার ঘোষণা করেছে। এই বিশেষ ট্রেনগুলির লক্ষ্য হল উৎসবের মরশুমে মানুষকে তাদের প্রিয়জনদের সাথে উদযাপনে যোগ দিতে সাহায্য করা।
ভারতীয় রেলওয়ে মুম্বই, পুনে, দিল্লি ও অন্যান্য প্রধান শহর থেকে বিভিন্ন গন্তব্যের দিকে হোলি স্পেশাল ট্রেন চালু করেছে। এই ট্রেনগুলির মধ্যে রয়েছে –
দিল্লি থেকে –
ট্রেন নম্বর ০৪০১২: দিল্লি জংশন থেকে সন্ধ্যা ৭:৩০ মিনিটে ছাড়বে, পরেরদিন বিকেল ৪:৩০টায় দ্বারভাঙ্গা পৌঁছাবে।
ট্রেন নম্বর ০৪০৬২: দিল্লি জংশন থেকে রাত ১১:৫৫ মিনিটে ছাড়বে, পরেরদিন বিকেল ৪:৪০ মিনিটে পাটনা জংশন পৌঁছাবে।
ট্রেন নম্বর ০৩৬৯৮: দিল্লি জংশন থেকে সকাল ৮:৫৫ মিনিটে ছাড়বে, আর ওইদিনই রাত ১২:৩০ মিনিট নাগাদ গয়া জংশন পৌঁছাবে।
ট্রেন নম্বর ০৪৪০৪: দিল্লি জংশন থেকে সন্ধ্যা ৮:৪০ মিনিটে ছাড়বে, পরেরদিন ভোর ৪:১০ মিনিট নাগাদ রীঙ্গস জংশন পৌঁছাবে।
এছাড়াও নয়াদিল্লি স্টেশন থেকে এবং আনন্দ বিহার স্টেশন থেকেও ছাড়বে একাধিক ট্রেন। কোন রুটে চলবে এই ট্রেন দেখে নিন –
মুম্বাই (ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস) – বেনারস
ট্রেন নম্বর ০১০১৩: ১৩ মার্চ, রাত ১০:৩০ মিনিটে মুম্বাই থেকে ছাড়বে।
ট্রেন নম্বর ০১০১৪: ১৫ মার্চ, সকাল ৮:০০ মিনিটে বেনারস থেকে ফিরবে।
পুনে - দানাপুর
ট্রেন নম্বর ০১৪১৯: ১১ মার্চ, সন্ধ্যা ৭:৫৫ মিনিটে পুনে থেকে ছাড়বে।
ট্রেন নম্বর ০১৪২০: ১৩ মার্চ, সকাল ৬:৩০ মিনিটে দানাপুর থেকে ছাড়বে।
দানাপুর - লোকমান্য তিলক টার্মিনাস
ট্রেন নম্বর ০১০১২: ১১ মার্চ, রাত ৯:৩০ মিনিটে দানাপুর থেকে ছাড়বে।
/anm-bengali/media/media_files/2024/12/10/mitali-train.webp)
১৩ মার্চ হোলিকা দহন, ১৪ মার্চ হোলি, আর ১৫ ও ১৬ মার্চ সাপ্তাহিক ছুটির কারণে ভ্রমণের চাপ অত্যধিক থাকবে। যাত্রীরা যাতে স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছাতে পারেন, সেজন্য রেল মন্ত্রক এই বিশেষ ট্রেনের ব্যবস্থা নিল এবার।