নিজস্ব সংবাদদাতা: সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা ২৬ হাজার শিক্ষক, শিক্ষাকর্মী। রায় সংশোধনের আবেদন জানিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হল রাজ্য প্রশাসন। রাজ্য সরকারের আইনজীবী প্রধান বিচারপতির বেঞ্চে রায় কার্যকর করায় প্রশাসনিক অসুবিধার কথা জানিয়ে জরুরি ভিত্তিতে আগামীকালই শুনানির আবেদন জানান। বিষয়টি বিবেচনা করে দেখার আশ্বাস দেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। বললেন, "বিষয়টি আমি দেখব।"