নিজস্ব সংবাদদাতা: সেক্টর ফাইভ থেকে হলদিরাম ভায়া তেঘরিয়া মেট্রোর কাজ এবার শুরু করতে চায় রেল। জমি চেয়ে বিজ্ঞপ্তি দিলল কলকাতা মেট্রো। এই রুট চালু হলে উপকৃত হবেন বহু মানুষ। ইএম বাইপাস ধরে যে সব মানুষ প্রতিদিন যাতায়াত করেন, সেই সব যাত্রীদের জন্য খুব সুবিধা হবে। সেক্টর ফাইভে যাতায়াতের ক্ষেত্রেও অনেক সুবিধা হবে।
/anm-bengali/media/post_banners/LEuRAO59skbvgr9gnuSY.jpg)
এই পথে স্টেশন হবে পাঁচটি, এলিভেটেড করিডর করতে চায় রেল। শেষ অংশ হবে ভূ-গর্ভস্থ। প্রস্তাবিত স্টেশন - কেষ্টপুর বাস স্টপ (কৃষ্ণপুর), দমদম পার্ক বাস স্ট্যান্ড (কেষ্টপুর), বাগুইয়াটি, রঘুনাথপুর, তেঘরিয়া (হলদিরাম)। এই প্রকল্পের জন্য মোট খরচ হবে ২৩৬৫ কোটি টাকা। প্রকল্পটি হচ্ছে ৬.৫ কিমি। এর মধ্যে মাটির নীচে থাকবে ১.৫ কিমি। মাটির উপরে থাকবে ৫ কিমি। এই প্রকল্পের জন্য অর্থ খরচ করবে কেন্দ্র।