নিজস্ব সংবাদদাতা: হতাশায় আরও এক রাত পাড়। মুখ্যমন্ত্রীর অনুরোধের পরেও স্কুলমুখী হচ্ছেন না চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। আরও একটা রাত কাটালেন শহিদ মিনার চত্বরেই। খোলা আকাশের নীচে সম্বল অনিশ্চিত ভবিষ্যতের এক মাথা চিন্তা। পাশাপাশি, বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন চাকরিহারারা।
/anm-bengali/media/media_files/2025/04/07/QN8SFCM4aMXQHJ5Dm5OL.jpg)
২০১৬-এর চাকরিহারা শিক্ষকদের দাবি, নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর সভায় গেছিলেন অনেক আশা নিয়ে। যোগ্য-অযোগ্য বিতর্কে রাজ্য সরকারের অবস্থান এবং তাঁদের ভবিষ্যৎ কী, সে সম্পর্কে স্পষ্ট দিশা না মেলায় যথেষ্টই হতাশ চাকরিহারা শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীরা।