নিজস্ব সংবাদদাতা : নান্দেদের সরকারি হাসপাতালে একের পর এক মৃত্যুর ঘটনার পুনঃরাবৃত্তি! এবার ছত্রপতি সম্ভাজিনগরের ঘাটি হাসপাতালে বাড়ছে মৃত্যু। প্রাণ হারিয়েছে ২ শিশু সহ ৮ জনের। নান্দেদ হাসপাতালেও ক্রমবর্ধমান মৃতের সংখ্যা। মৃত্যু হয়েছে আরো ৭ জনের। চূড়ান্ত অব্যবস্থা! সরকারি হাসপাতালে মৃত্যুর ফাঁদ? শিন্ডে সরকারকে তীব্র আক্রমণ উদ্ধব ঠাকরের ছেলে আদিত্যর। ট্যুইট বার্তায় তিনি জানান, ''গতকাল নান্দেদের সরকারি হাসপাতালে মৃত্যুর ভয়ঙ্কর ঘটনা, আজ সেই একই ভয়ঙ্কর ঘটনা ঘটল ছত্রপতি সম্ভাজিনগরের ঘাটি হাসপাতালে। ২ শিশু সহ ৮ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তথ্য। নান্দেদ হাসপাতালেও আরও ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সরকারি হাসপাতাল মরণফাঁদে পরিণত হয়েছে কিনা সন্দেহ। স্পষ্টতই দেখা যাচ্ছে মহারাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে দুর্নীতিগ্রস্ত শিন্ডে-বিজেপি সরকারের আমলে। তারা জনগণের জীবনের চিন্তা করে না, তারা পরিস্থিতির গুরুতরতা সম্পর্কে চিন্তা করে না। এই ধরনের লোকদের ক্ষমতার আসনে বসে মহারাষ্ট্রের যত্ন নেওয়ার অধিকার নেই।''