‘প্রধানমন্ত্রী মস্কোতে, অন্যদিকে মণিপুরে তৃতীয় সফর রাহুল গান্ধীর’! মোদীকে কটাক্ষ কংগ্রেসের

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর মণিপুর সফর প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে বিস্ফোরক মন্তব্য করলেন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ।

author-image
Probha Rani Das
New Update
Jairam Ramesh

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর মণিপুর সফর প্রসঙ্গে কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ বলেন, "অজৈবিক প্রধানমন্ত্রী মস্কো যাচ্ছেন আর লোকসভার বিরোধী দলনেতা রাহুলজি মণিপুর যাচ্ছেন। এটি তার তৃতীয় সফর। গত ১৭ মাসে প্রধানমন্ত্রী মণিপুর নিয়ে কিছু বলেননি।

CONGRESS JAIRAM RAMWSH.jpg

তিনি আরও বলেছেন, “প্রধানমন্ত্রী মণিপুরের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেননি, মণিপুরের রাজনৈতিক দল, সাংসদ, বিধায়কদের সঙ্গে দেখা করেননি এবং তিনি মণিপুরে যাননি, এমনকি ৪৫ ঘণ্টার জন্যও না। আপনাদের ব্যথা যে আমাদের যন্ত্রণা, তা সংবেদনশীল ভাবে মানুষকে দেখানোর জন্য রাহুল গান্ধীর এটি তৃতীয় সফর।

1689579819_jairam-ramesh-congress

জয়রাম রমেশ বলেছেন, “সুপ্রিম কোর্ট বলেছে যে সাংবিধানিক যন্ত্রপাতি, সাংবিধানিক ব্যবস্থা সেখানে ভেঙে পড়েছে এবং আমরা রাজ্য সরকারকে বিশ্বাস করতে পারি না। সুপ্রিম কোর্ট যা বলেছে, এটা তাদের মন্তব্য।” 

Adddd