নিজস্ব সংবাদদাতা: আগামী ২ এপ্রিল সংসদে পেশ হতে চলেছে সংশোধিত ওয়াকফ বিল। এই প্রসঙ্গে উত্তরাখণ্ডে কংগ্রেস নেতা হরিশ রাওয়াত বলেছেন, " যদি সংখ্যালঘুদের আরও পিছনে ঠেলে দেওয়া হয়, তাহলে তারা একা হয়ে যাবে, যা চরমপন্থা এবং অন্যান্য সমস্যা বৃদ্ধি করবে। টি তাদের (কেন্দ্রীয় সরকারের) অনমনীয়তা ছাড়া আর কিছুই নয় এবং এই দেশের সম্প্রীতি এই অনমনীয়তার পরিণতি ভোগ করবে। যখন সম্প্রীতি থাকবে না, তখন ভারতের উন্নয়নও বিরূপভাবে প্রভাবিত হবে। ভারতকে মহান করার লক্ষ্য থেকে আমরা আরও কিছুটা পিছিয়ে যাব।"
/anm-bengali/media/media_files/wssMsaNPxWpnfpvnLW8Z.jpg)