নিজস্ব সংবাদদাতা : আজ উত্তর প্রদেশের সম্ভলে ফের একবার ফ্ল্যাগ মার্চ করতে দেখা গেল বিপুল সংখ্যক পুলিশকে। মূলত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেই এই ফুট পেট্রোলিং করা হয়েছে বলে জানিয়েছেন সার্কেল অফিসার অনুজ চৌধুরি।
/anm-bengali/media/media_files/2025/03/14/ZfVRbXRQ5zmQUmuqgWOr.JPG)
তিনি বলেন, "আজ সম্ভলের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতেই বিপুল সংখ্যক সিভিল পুলিশ মোতায়েন করা হয়েছে। চারপাশ থেকে কড়া নজরদারি বজায় রাখা হচ্ছে।"